৳ 120
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
নিজামউদ্দিন লঙ্কর, যিনি ময়না নামে সমধিত পরিচিত, বিশেষ করে বন্ধুবান্ধবদের মহলে, একাত্তরের একজন গর্বিত মুক্তিযােদ্ধা। আজকের নিজামউদ্দিন লঙ্করের পরিচিতি একজন লেখক, নাট্যসংগঠক, অভিনেতা এবং সংস্কৃতিকর্মী হিসেবে। সিলেট এবং ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে তিনি এক প্রিয় মুখ। কিন্তু সব পরিচয় ছাপিয়ে বড় হয়ে ওঠে তাঁর মুক্তিযােদ্ধা পরিচিতি, যার গৌরবে আমরা, তাঁর বন্ধুরাও অংশীদার হই। ছেলেবেলায় পাশাপাশি পাড়ায় মানুষ হয়েছি ময়না ও আমি, ক্রিকেট খেলেছি একই মাঠে, এবং কিশাের বয়সের নানা অ্যাডভেঞ্চারে শামিল হয়েছি। কিন্তু একাত্তরে এসে ময়না ঘাড়ে-মাথায় বিশাল হয়ে দাঁড়ালেন, যেদিন তিনি অশ্ত্-হাতে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে। তখন তিনি একজন বীর, দেশমাতৃকার এক যােগ্য সন্তান, যাকে নিয়ে তাঁর অন্য বন্ধুরা গর্ববােধ করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে এর চেতনা এবং বােধ থেকে অনেক দূরে সরে এসেছি আমরা। জাতি হিসেবে এ আমাদের এক বিশাল গ্লানি। এরকম সময়ে নিজামউদ্দিন লঙ্কর ময়নার এ-বইটি আমাদের আবার জাগিয়ে তুলবে-অন্তত জাগার জন্য অনুপ্রেরণা যােগাবে-এ আমার বিশ্বাস। ময়নার কাহিনী-বর্ণনা এবং চরিত্র-চিত্রণের গুণটি ঈর্ষণীয়। এক নি:শ্বাসে পড়ে ফেলতে হয় বইটি। অথচ অনেক প্রশ্নেরও সম্মুখীন করে এ-বইটি আমাদের। একজন কুড়ি বছরের তরুণ যদি দেশের ডাকে জীবনকে তুচ্ছ করে বেরিয়ে পড়েন অনিশ্চিতের পথে, এখন তাঁর থেকেও পরিণত যারা, তাঁরা কেন তা পারেন না? কেন বিভাজন টানা হয় সংস্কৃতি ও ধর্মবিশ্বাসে-একাত্তরে যাকে পরিত্যাগ করেছিলাম আমরা ? কন সাধারণ মানুষের জীবন থেকে এতটা দূরে আমরা, যেখানে একাত্তরে তারাই আমাদের যুগিয়েছে আশ্রয় ও সাহস? কেন তাদের মুখের ওপর আমরা দরজা বন্ধ করে দিই, যখন তারা একাত্তরে খােলা রেখেছিল সমগ্র দেশবাসীর জন্যঃ ময়না শুধু বর্ণনা করেন না, তিনি আমাদের ভাবানও। আমাদেরকে এসব প্রশ্নের জবাব খুঁজে নিতে উদ্বুদ্ধ করেন।
Title | : | একাত্তরে রণাঙ্গনে (হার্ডকভার) |
Publisher | : | ঐতিহ্য |
ISBN | : | 9847764212 |
Edition | : | 2006 |
Number of Pages | : | 127 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0