হাসু থেকে শেখ হাসিনা: জননেত্রী থেকে বিশ্বনেত্রী (হার্ডকভার)
হাসু থেকে শেখ হাসিনা: জননেত্রী থেকে বিশ্বনেত্রী (হার্ডকভার)
৳ ৮০০   ৳ ৬৮০
১৫% ছাড়
Quantity  

১১৯৯ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী- যেমন বাঙালির গর্ব, তেমনই আমাদের উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক, রোল মডেল। তাঁর মানবতাবাদী ও বিচক্ষণ নেতৃত্বের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেছার মানবিক জীবনাদর্শে গড়ে ওঠা ধীশক্তি সম্পন্ন গণমানুষের সংশপ্তক জননেত্রীর অনন্য উদাহরণ তিনি। তাঁর জন্ম এবং শৈশব কাটে টুঙ্গীপাড়ার পিত্রালয়ে, পরে ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মা-বাবা ও দাদা-দাদির আদরের ‘হাসু’। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে গ্রামীণ খেলাধুলা আর হৈ হুল্লোড় করে কাটানো হাসুর শৈশব। বুদ্ধিমতী ও সবার প্রিয় ‘হাসু’ জীবন সংগ্রামের নানান ঘাত-প্রতিঘাত, হত্যা-ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও অবিচল দৃঢ় মানসিক শক্তিতে হয়ে ওঠেন সকলের প্রিয়, অনন্য আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্বে। স্বজনদের হারিয়ে আজকের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা গণমানুষের জননেত্রী হয়ে ওঠেন, লাভ করেন বৈশ্বিক স্বীকৃতিও সম্মাননা।
সর্বমানবিক গুণের অপূর্ব নির্দশন ছিল পিতা-মাতার মধ্যে, রক্তসূত্রে তাঁর সবটুকুই পেয়েছেন শেখ হাসিনা। আজকের এই তাঁকে তৈরি করেছে পোড়খাওয়া রাজনীতি, বিস্তর অভিজ্ঞতা, নিজের চড়াই-উৎড়াই, উত্থান-পতনের বিরল সব অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের চার দশকের সভাপতির সফল নেতৃত্ব এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও যোগ্যতায় সরকার পরিচালনার দায়িত্ব পালন করে বিশ্বনেত্রী হয়ে ওঠার উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতিকাহিনি স্থান পেয়েছে জীবনীগ্রন্থটিতে।
শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী- যেমন বাঙালির গর্ব, তেমনই আমাদের উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক, রোল মডেল। তাঁর মানবতাবাদী ও বিচক্ষণ নেতৃত্বের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেছার মানবিক জীবনাদর্শে গড়ে ওঠা ধীশক্তি সম্পন্ন গণমানুষের সংশপ্তক জননেত্রীর অনন্য উদাহরণ তিনি। তাঁর জন্ম এবং শৈশব কাটে টুঙ্গীপাড়ার পিত্রালয়ে, পরে ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মা-বাবা ও দাদা-দাদির আদরের ‘হাসু’। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে গ্রামীণ খেলাধুলা আর হৈ হুল্লোড় করে কাটানো হাসুর শৈশব। বুদ্ধিমতী ও সবার প্রিয় ‘হাসু’ জীবন সংগ্রামের নানান ঘাত-প্রতিঘাত, হত্যা-ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও অবিচল দৃঢ় মানসিক শক্তিতে হয়ে ওঠেন সকলের প্রিয়, অনন্য আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্বে। স্বজনদের হারিয়ে আজকের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা গণমানুষের জননেত্রী হয়ে ওঠেন, লাভ করেন বৈশ্বিক স্বীকৃতিও সম্মাননা।
সর্বমানবিক গুণের অপূর্ব নির্দশন ছিল পিতা-মাতার মধ্যে, রক্তসূত্রে তাঁর সবটুকুই পেয়েছেন শেখ হাসিনা। আজকের এই তাঁকে তৈরি করেছে পোড়খাওয়া রাজনীতি, বিস্তর অভিজ্ঞতা, নিজের চড়াই-উৎড়াই, উত্থান-পতনের বিরল সব অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের চার দশকের সভাপতির সফল নেতৃত্ব এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও যোগ্যতায় সরকার পরিচালনার দায়িত্ব পালন করে বিশ্বনেত্রী হয়ে ওঠার উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতিকাহিনি স্থান পেয়েছে জীবনীগ্রন্থটিতে।

Title : হাসু থেকে শেখ হাসিনা: জননেত্রী থেকে বিশ্বনেত্রী
Author : আবদুল্লাহ আল মোহন
Publisher : অন্যধারা
ISBN : 9789849559498
Edition : 2021
Number of Pages : 504
Country : Bangladesh
Language : Bengali

আবদুল্লাহ আল মোহন পাবনার যমুনাপাড়ের নগরবাড়ী ঘাটের যমুনা পুত্র আবদুল্লাহ আল মােহনের জন্ম ১৯৭৪ সালের ১০ ফেব্রুয়ারি। প্রাতিষ্ঠানিক নাম আবদুল্লাহ আল মামুন। বর্তমানে ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান। বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর। নিত্যসহযােগী, স্বপ্নসহচরী স্ত্রী রাশনা রশীদও| ঢাকার একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। শিক্ষকতার মহান পেশার সাথে জীবনাদর্শে মিলেমিশে একাকার হয়ে আছে। তার মােহন নেশাটিও শিল্পঘােরে নিরন্তর পরিভ্রমণ, জীবনানন্দে জীবনযাপন। সৃজনীজীবনের সুপ্ত স্বপ্নকে বিকশিত করতে প্রিয় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকতার পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গণে। আলােচিত সৃজনশীল সহশিক্ষার আনন্দময় আয়ােজন ‘মঙ্গল আসর পরিচালনা করে আসছেন। অনুকরণীয় শিক্ষকের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহযােগিতায় তৈরি হয়েছে তথ্যচিত্র ‘মােহনের মঙ্গল আসর। লেখাপড়া করেছেন ধােবাখােলা করােনেশন উচ্চ বিদ্যালয় (নাটিয়াবাড়ী, বেড়া, পাবনা), ঢাকার সরকারি তিতুমীর কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। বিপরীতমুখী পেশাজীবনের বহুমাত্রিক অভিজ্ঞতায়। সমৃদ্ধ তার জীবন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ। আবু সায়ীদের একান্ত সহকারী হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি আবার বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের জাদুদলের একজন সদস্য হিসেবে। আলােক প্রক্ষেপণেও সহযােগিতা করেছেন মঞ্চে। বিশ্ববিদ্যালয় জীবনে কাজ। করেছেন তকালীন বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক ভােরের কাগজে।। এরপর ইমপ্রেস টেলিফিল্ম, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রশিক্ষণ বিভাগ। এবং রাষ্ট্রায়ত্ত সােনালী ব্যাংকেও কাজ করেছেন। তার লেখালেখির আগ্রহের অন্যতম বিষয়-আলােকিত ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক জীবনী ও ভ্রমণকাহিনি। জনপ্রিয় সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে নিয়মিত সরব কিন্তু। সেখানেও প্রবলভাবে অনুরাগী তিনি জীবনী, ছড়া-কবিতা, প্রবন্ধে-আলােচনায়, সর্বোপরি মননশীল চিন্তাচর্চায়। গভীরভাবে ভালােবাসেন বইয়ের পাশাপাশি মানুষ নামক জীবন্ত বিশ্বকোষ, মহাগ্রন্থ নিরন্তর পাঠ করতে।। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থ : বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ’, ‘খােকা থেকে মুজিব : বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, সম্পর্কের সেতুবন্ধনে : বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’, ‘হাসু থেকে শেখ হাসিনা : দেশনেত্রী থেকে বিশ্বনেত্রী, দৃষ্টি ও অন্তদৃষ্টির ভারত ভ্রমণ (দিল্লি, আজমির, জয়পুর ও আগ্রাভ্রমণ কাহিনি), ‘খুঁজে। ফেরা : বঙ্গবন্ধু ও বাংলাদেশের হৃদয় হতে’, ‘মানবাধিকার চর্চা’, বঙ্গবন্ধুর লেখক সত্তা’ ।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]