হুরগাদা - ল্যুকজরে ফেরাউনের খোঁজে
হুরগাদা - ল্যুকজরে ফেরাউনের খোঁজে
৳ ৪৪০   ৳ ৩৭৪
১৫% ছাড়
Quantity  

১১৯৯ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

পিরামিডের দেশ মিশর বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু মিশরে পিরামিড ছাড়াও অন্যান্য যেসব পর্যটন আকর্ষণ আছে তা বিলাসে ও রোমাঞ্চে, ঐতিহ্যে ও বৈচিত্রে, ক্ষেত্র বিশেষে পিরামিডকেও ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে যেমন আছে লোহিত সাগর বা ভূমধ্য সাগর তীরবর্তী রিজোর্ট অঞ্চল, তেমনি আছে ল্যুকজর বা ড্যানডেরার মতো প্রত্নতত্ত্ব সমৃদ্ধ অঞ্চল। এইসবের ভিড়ে লেখক আবার আগ্রহী হয়ে উঠেন প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস, খোদ ফেরাউন বা মুসা নবীকে নিয়ে। লেখক একজন পর্যটক হয়েও নিছক প্রতœতাত্ত্বিক ধ্বংসাবশেষ, মরুভূমির ধূসর বালু আর লোহিত সাগরের স্বচ্ছ নীলাভ সবুজ অগভীর পানি দেখে সন্তুষ্ট হননি। খুঁজতে চেয়েছেন ফেরাউন আর মুসা নবীর চিহ্ন। খুঁজতে চেয়েছেন কোন ফেরাউন মুখোমুখি হয়েছে নবী মুসার! এ কোনো গবেষণা না, কৌতূহল। জানতে চেয়েছেন সাধারণ মিশরীয়দের ধারণা। তুলে এনেছেন বংশ পরম্পরায় লালন করা বিশ্বাসগুলো। এই বইয়ে গল্পের ছলে সাজানো মিশরীয় পুরাণের চরিত্রগুলো। এজন্য এই ভ্রমণ কাহিনি হয়ে উঠেছে ঘটনার এমন জ্যান্ত বিবরণ যেন পাঠকও ঢুকে যান এই গল্পে।

Title : হুরগাদা - ল্যুকজরে ফেরাউনের খোঁজে
Author : মাহফুজুর রহমান
Publisher : অন্যধারা
ISBN : 9789849718697
Number of Pages : 160
Country : Bangladesh
Language : Bengali

বহুমুখী প্রতিভার অধিকারী মাহফুজুর রহমান ছিলেন একজন পেশাদার কূটনীতিক। তিনি পোল্যান্ড, ইউক্রেন ও মলডোভায় পাঁচ বছরেরও বেশি সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় হতে কূটনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা ও শান্তি বিষয়ে একাধিক কর্মশালা ও অনুশীলন সমাপ্ত করেছেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুল ও মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র। ১৯৬১তে জন্ম নেওয়া মাহফুজুর রহমান দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন সাময়িকী ও গবেষণা সাইটে নিয়মিত লিখেন, যার মধ্যে দি নিউ এজ, বাংলাদেশ পোস্ট, প্রথম আলো অনলাইন ভার্শন, সংবাদ প্রতিদিন, জিওপলিটিকস ডট কম অন্যতম। তিনি আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা ও কূটনীতি নিয়ে যেমন লিখেন, তেমন লিখছেন নন্দনতত্ত্ব ও চিত্রশিল্প নিয়ে নিবন্ধ কিংবা ভ্রমণকাহিনি, ছোটো গল্প ও কবিতা। কোনো কোনো লেখা এর মধ্যে সাপ্তাহিক ২০০০, হাল-ফ্যাশন, তর্কবাংলা, ঘুঙুর, দেশ-প্রসঙ্গ সাময়িকীতে প্রকাশিত। তাঁর ভ্রমণকাহিনিতে এমন বিচিত্র সব উপাদান নিয়ে আসেন যে লেখাটি বহুমাত্রায় উপভোগ্য হয়ে উঠে। তাঁর গদ্যশৈলী সহজ এবং সাবলীল। লেখার পাশাপাশি মাহফুজুর রহমান ছবি আঁকেন, আবৃতি করেন এবং বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন। তিনি নিতোমধ্যে ওয়ারশ, এথেন্স, মেক্সিকো সিটি এবং টোকিয়োতে চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাঁর অধিকাংশ বইয়ের পাতায় পাতায় তিনি নিজের আঁকা ছবিও জুড়ে দেন। তিনি গান, বিশেষ করে পুঁথি ও জারি গানও রচনা করেছেন। আশ্চর্য না যে তাঁর বহুমাত্রিক প্রতিভা তাঁকে মিজ এশিয়া-প্যাসিফিক আর্থ প্রতিযোগিতা বা গুড ফুড ফেস্টিভালে বিচারকের আসনে আসীন করেছে। ছাত্রাবস্থায় তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি সংসদীয় পদ্ধতি, শাসন ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে গবেষণা কর্মের সঙ্গে জড়িত।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]