
৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





চেনা শব্দের অচেনা টান অনুভব, হৃদয়ের গহীনে একাকীত জাগরন, বেদনার হিমঘরে সুখের উল্লাস যাপন। সহজ কথায়, বাকার পরিপক্কতায় সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে 'খুচরো পয়সার মতো তোমাকে জমাই' কাব্যগ্রন্থে।
কথা সাহিত্য নিয়ে কাজ করলেও, জীবনের প্রথম লেখা কবিতা দিয়েই শুরু। কবিতার প্রতি আলাদা মায়ার টান, ভালোবাসায় বন্দি। নিয়মিত কবিতা পাঠ করতে, হাদয়ের ভেতর আলাদা প্রশান্তিকা বয়ে বেড়ায়। যা সহজে বোঝা যায়, হৃহৃদয়ের গহিনে নাড়া দেয়, ভালো লাগার অনুভূতিতে কম্পিত হয় বা বেদনার ডাকে সাড়া দেয়। সেইতো সৃজনশীলতার উৎকর্ষতার বহিঃপ্রকাশ। যা বুঝতে পারি না ভালা বা মন্দের কোনো অনুভূতিতে আলোড়ন তোলে না. সেটা আমার কাছে সৃষ্টিশীলতার উৎকর্ষ মান নয়, তবে সেটা সৃষ্টিশীলতার অংশ। মানবজনম নিঃসঙ্গতায় বন্দি। যেখানে কারো বেদনার অবিনাশ, সুখের উল্লাস অন্তনিহত। তরুণ কবি এমদাদ হোসেন তার কাব্যগ্রন্থে একাকীত্ব নিয়ে খেলা করেছেন। এই নিঃসঙ্গতা শুধু প্রিয়তমাকে ঘিরে নয়। এই একাকীত্ব কবিতা, প্রকৃতি, প্রেমিকা সবকিছুই রয়েছে। পাঠক পড়তে গিয়ে মনে হবে, আমার হাদয়ে আড়ালে জমানো কথামালা, মনের গহীনের তীব্র যাতনাকে টেনে আনা, তৃষ্ণার্ত নদীতে জলের মুখ ঘুরিয়ে নেয়া, প্রাপ্তির ঘোর, অপ্রাপ্তির বেদনার হাহাকার রূপান্তর। প্রতিটি কবিতার শব্দগুলো খুব সহজে আয়স্ত করতে পারা যায়, পাশাপাশি আত্মার টান অনুভব হয়। যা পরবর্তীতে কবিতা পড়তে হৃদয়ে ভালোবাসা জারি হয়। যেখানে কবিতার লাইনের পর লাইন নিজের মত করে সাজিয়েছেন। ভাষার শৈল্পিকতা, বাকার বির্নিমানে স্বক্রিয়তা দেখিয়েছেন। বেশিরভাগ কবিতায় আমি, তুমি, আমরা ব্যবহাত হলেও, এর গভীরতা অনেক।> কবিতার নতুন ভাবে প্রাণ ফিরেছে, পাঠকদের প্রেরণার বাতিঘর হয়ে সুখপাঠ্য হিসেবে কাজ দেবে। আমাদের চারপাশ, সাধারণ কোনো বিষয়কে অসাধারণ হিসেবে কর্ণনা করেছেন। যাতে পাঠকের হৃদয়ে সহজে দখল করবে বলে মনে হয়। আজ বাদল নেমেছে কবিতায় গল্পকথনের মত সাজিয়েছেন। একেকটি লাইন যেনো কবিতার প্রাণভ্রমরা। 'বাদল নেমেছে বৃক্ষে, বিহঙ্গে, ফুলে ফুলে, তরুলতার মাথার উপর বাদল নেমেছে লাল-নীল কবিতার খাতার উপর নববধুরর যৌবনে, কিশোরীর খামখেয়ালি হাতের উপর' কয়েকটি লাইন যেনো বাস্তবতার উপখ্যান। সরল অংকের মত জটিল বাক্য গাঁধুনির উপস্থিতি নেই । 'কবিতার আসা যাওয়া' কবিতায় কয়েটি শ্লোকে লিখেছেন, কবিতা তুমি অহর্নিশ আস্য সন্ধ্যার আকাশে মেঘের ভেলায় ভেসে ভেসে। উড়ে যাওয়া গাংচিল, কনমালীদের ঝাঁকে ঝাঁকে/তক শ্যামলছায়ার আলপথ ধরে আসো তুমি।' কয়েকটি লাইন পরিপূরক চৌম্বকীয় টান। এই কাব্যগ্রন্থের এটা এক ধরনের লেখকের মুন্সিয়ানা। যা কবিতা প্রেমিদের নতুন করে ভাবিয়ে তুলেবে। কবিতা পড়ার তীব্র যাতনা হৃদয়ের ভেতর আলোড়ন তুলবে ম্যাক্সিনগুচ্ছ এর এক লাইনের শ্লোক যেনো দীর্ঘ কবিতার ভাবার্থ, একটি উপন্যাসের সার সংক্ষেপ। 'প্রিয়তমা, তুমি আমার প্রেমে তুমুল স্বৈরাচার'। জীবন্ত প্রেম যেনো আকাশ ছোঁয়া ভালোবাসার মত। আরেকটি শ্লোক বলতেই হয়, 'আপনি কেবল তাকে চাইলেন, আর 'আমি শুধু আপনাকে'। একটি লাইনের ভেতর শুধু মায়া জড়িয়ে নয়, একটি মানবজীবন জড়িয়ে। কবি কেমন তা জানতে পুরো কাব্যগ্রন্থ পড়তে হবে। এই পড়ার ভেতর একজন পাঠক কবিতার নতুনভাবে নিজেকে জানান দেবে। কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয় হয়ে উঠুক, ভালোবাসার যাদুতে ভরে উঠুক। কবিতার মায়া জালে আটকে থাকুক। শুভ কামানা ও ভালোবাসা রইলো এক মহাসাগরীয়।
Title | : | খুচরো পয়সার মতো তোমাকে জমাই |
Author | : | এমদাদ হোসেন |
Publisher | : | বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন |
ISBN | : | 9789843608390 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
এমদাদ হোসেন জন্ম ২০০২ সালের ২৭ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামে । বর্তমানে তিনি ঢাকার একটি সনামধন্য কলেজে, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। আধুনিক বাংলা কবিতার অঙ্গনে উদীয়মান এক প্রতিভা। পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরির পাশাপাশি তিনি কবিতাকে তার আত্মার মুক্তির মাধ্যম হিসেবে বেছে নেন, এবং স্বতঃস্ফূর্তভাবে ডুবে যান শব্দের অন্বেষণে। কবিতার প্রতি তার আকর্ষণ শৈশব থেকে থেকেই। চট্টগ্রামের পাহাড় নদী আর সবুজ প্রকৃতির মাঝে তার শৈশব ও কৈশোরের বেড়ে ওঠা কবির চিন্তায় ও সৃষ্টিতে গভীর প্রভাব ফেলেছে। এই নগরীর প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং নিরন্তর জীবনযুদ্ধ তার কবিতায় এক অনন্য ভাষ্য ও অনুভূতির জন্ম দিয়েছে। তার লেখনীতে মিশে থাকে অন্তর্জগতের গভীর বোধ, সমাজ ও প্রকৃতির প্রতি এক নিবিড় সংবেদনশীল দৃষ্টি। প্রথম কাব্যগ্রন্থ "খুচরো পয়সার মতো তোমাকে জমাই” এক অসীম শূন্যতার মাঝেও জীবনের রঙ, ছন্দ, এবং অনুভূতির সূক্ষ্ম পরতগুলোকে তুলে ধরে। তার কবিতায় প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি তার গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের গাঁথুনিতে তিনি সৃষ্টি করেন এক মনোমুগ্ধকর ভূবন, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য। এ গ্রন্থের মধ্য দিয়ে পাঠক এক নতুন কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হবেন, যিনি আবেগ ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছেন এক সৃজনশীল জগত। বর্তমানে এমদাদ হোসেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন এবং সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচনে নিরলসভাবে কাজ করে চলেছেন। "খুচরো পয়সার মতো তোমাকে জমাই” তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
If you found any incorrect information please report us