
৳ ২০০ ৳ ১৭০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





অন্ধকার ঘনিয়ে এসেছে ভবে
দিনের আলোয় নেমেছে আঁধার ঘোর,
কে জানে কবে এ দুর্দিন দূর হবে
ধরায় নামবে আবার সোনালি ভোর।
বিপদের বিনিদ্র রাতের প্রতিটি ক্ষণ
মনে হয় যেন অনন্ত প্রহর,
সুখ সাফল্যহীন কেটেছে লক্ষ দিন
তবুও কি ভাঙবে না ঘুম তোর?
হেলাফেলা করে হারানোয় সুযোগ
বন্ধ আজ মুক্তির প্রায় প্রতিটি দোর
এখন নয়তো সময় করতে অনুযোগ
শেষ চেষ্টায় হতে পারে স্বপ্নের ভোর।
উষার দুয়ারে হানরে আঘাত ওরে
পূর্ব দিগন্তে আনতে রক্তিম রবি,
করিসনে রে হিসাব জয়-পরাজয়ের
বাধা-বিপত্তি রুখতে হবে সবি।
প্রতিবন্ধকতার হিমালয় মাড়িয়ে
চল মুক্তিকামীর দল সামনে এগিয়ে,
কষ্টের শত সহস্র রাত্র পেরিয়ে
স্বর্ণালি ভোর আনতে হবে ছিনিয়ে।
Title | : | কান্তার |
Author | : | যায়েদ ইকবাল |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789848069493 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
প্রকৃত নাম মো. জয়নাল আবেদীন। যায়েদ ইকবাল ছয়নাম। যায়েদ ইকবাল ১৯৮৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। বাবার নাম মো. ইউনুস আলী এবং মায়ের নাম জাকিয়া খাতুন। যায়েদ ইকবাল ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক এবং ২০১০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে তিনি তুর্কি সরকার কর্তৃক (ফুল ফান্ডেড) বৃত্তির জন্য মনোনীত হন এবং ২০১৯ সালে ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রথম হয়ে পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি লাভকরেন। বর্তমানে তিনি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পিএইচডি করছেন। 'কান্তার' তার প্রকাশিত প্রথম কাবরান্থ। যায়েদ ইকবাল কবিতা লেখার পাশাপাশি গবেষণা ও অনুবাদের কাজ করেন। এ পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ছয়টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তুর্কিশ ভাষা থেকে তার অনূদিত প্রকাশিতব্য প্রথম গ্রন্থ- 'আরো ন্যায়পরায়ণ এক পৃথিবী সম্ভব।
If you found any incorrect information please report us