দ্য সিম্পল পাথ টু ওয়েলথ (হার্ডকভার) | The Simple Path To Wealth (Hardcover)

প্রি-অর্ডার

দ্য সিম্পল পাথ টু ওয়েলথ (হার্ডকভার)

আপনার আর্থিক স্বাধীনতা ও মুক্ত জীবনের নকশা

বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 11 November, 2025

৳ 430

৳ 366
১৫% ছাড়
Quantity

0

১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

এই পৃথিবীতে শেখার মতো জিনিসের কোনো শেষ নেই-আর সেই সব শেখার বিষয়েই লেখা বইয়েরও কোনো ঘাটতি নেই। তোমার চাওয়া প্রায় সব জ্ঞানই কোনো না কোনো বইতে অপেক্ষা করে আছে। কখনো একখানা বইয়ে, কখনো এক শেলফ জুড়ে, বিনিয়োগ নিয়ে যে পরিমাণ বই লেখা হয়েছে, তা দিয়ে সম্ভবত একটা ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজ ভরে ফেললেও বাকি বইগুলো মাটির ওপর গড়িয়ে পড়বে-এমনই হাল!
সমস্যা হলো, এই বইগুলোর বড় অংশই ভয়ংকর একঘেয়ে। ফলাফল? তুমি পঁচিশ নম্বর পাতায় একটা বুকমার্ক গুঁজে রেখে ওঠে দাঁড়াও-আর ফেরা হয় না। লেখকের দক্ষতা ও সদিচ্ছা থাকলেও শেয়ারবাজার নিয়ে লেখা অধিকাংশ বই ঠিক জায়গায় আঘাত করতে পারে না। তারা কথা টেনে টেনে লম্বা করে, বা এমন শুষ্ক আর ঘন অনুচ্ছেদ লেখে যে, একই অংশ বারবার পড়ে যেতে হয়-মনে meanwhile ছুটে যায় আরও রঙিন চারণভূমিতে।
জে এল কলিন্স পুরোনো ধাঁচের বিনিয়োগ-লেখাকে একদম পাশে সরিয়ে রাখেন। তিনি এমন লেখা বানান, যেদিকে শেয়ার নিয়ে ক্লান্ত মন নিজে থেকেই দৌড়ে যেতে চায়। কোনো শেয়ার-এর 'আলফা' মেপে 'বিটা'র সাথে তুলনা করার গাণিতিক জটিলতার বদলে তিনি গোটা শেয়ারবাজারকে এক মগ বিয়ারের সাথে তুলনা করেন-এবং দেখান, অনিশ্চিত ফেনা থাকলেও কেন পুরো মগটা কেনা সার্থক।
তিনি ক্যাম্পফায়ার জ্বালিয়ে গল্প বলা শুরু করেন-আর দেখা যায়, সেই গল্পগুলোই হচ্ছে ঠিক তোমার শেখার দরকারি জিনিস। ফলে জ্ঞান অর্জনটা হয়ে ওঠে এক সুখকর 'সাইড ইফেক্ট'।
কয়েক বছর আগে বাস্তবেই এমনটাই ঘটেছিল। জিম যখন ভালো বিনিয়োগ নিয়ে তাঁর ব্লগ-"জে এল কলিন্স এন এইচ ডট কম-এ ধারাবাহিক লেখা শুরু করলেন, আমি সেগুলো বেরোনোর সাথে সাথে পড়লাম। এতটাই ভালো লেগেছিল যে, আমার নিজস্ব পাঠকদেরও সেখানে পাঠাতে শুরু করলাম। পাঠকেরা আরও পাঠককে জানালেন। কয়েক হাজার, তারপর কয়েক লক্ষে পৌঁছাল সেই ধারাবাহিক।
'স্টক সিরিজ' নিয়ে মুখে মুখে এখনো খবর ছড়ায়, কারণ এটা মানুষ পড়ে আনন্দ পায়। লেখকের কঠিন টেকনিক্যাল দক্ষতা আছে-এবং তা তাঁর ঈর্ষণীয় ব্যক্তিগত আর্থিক জীবনে স্পষ্ট। কিন্তু পাঠকেরা কেবল কারিগরি কুশলতায় স্নান করতে ফেরে না-তারা আগুনের উষ্ণতা খুঁজতে আসে, ভালো গল্প শুনতে আসে। আমার মনে হয়, এই বিস্ময়কর সাড়াই জিমকে তাঁর সেই দুর্দান্ত 'স্টক স্টক সিরিজ'কে নতুন করে লিখে আরও বিস্তৃত করে এই বই বানাতে তাড়িত করেছে। 'দ্য সিম্পল পাথ টু ওয়েলথ' শেয়ারবাজার (এবং সামগ্রিক অর্থনীতি) নিয়ে এক বিপ্লবী বই-কারণ তুমি এটা সত্যিই পড়বে, উপভোগ করবে, তারপর নিজের টাকায় এর শিক্ষাগুলো তৎক্ষণাৎ কাজে লাগাতে পারবে।
তুমি নিশ্চিন্ত হবে জেনে যে, সারা জীবন ধরে কেবল একটি ভ্যানগার্ড ফান্ড ধরে রাখলেই তুমি দারুণ সফল হতে পার। চাইলে একটু চমক যোগ করতে পারো, কিন্তু বিষয়টাকে যত সরল রাখবে-ক্ষতি কিছু নেই, লাভই লাভ।
অর্থবিত্তের পথে চলা আসলেই সরল আর উপভোগ্য-যদিও খুব কম মানুষই তা মেনে চলে। সুতরাং, এই বইটিও স্বাভাবিকভাবেই সেই একই গুণ ধারণ করবে -এটাই যুক্তিসঙ্গত। এই বইটি ঠিক তেমনই।

Title:দ্য সিম্পল পাথ টু ওয়েলথ (হার্ডকভার)
Publisher: নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স
Edition:1st Published, 2025
Number of Pages:105
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0