অন্যধারা

পড়ার প্রতি ঝোঁক তৈরি করা অন্যধারার মূল মিশন। এই লক্ষ্যে খ্যাতিমান থেকে উদীয়মান লেখকদের একটি চক্র গড়ে তুলতে এবং তা লালন করতে আমরা সচেষ্ট, যারা তাদের লেখনীর মাধ্যমে তথ্য, বিনোদন, অনুপ্রেরণা তথা সাহিত্য ও সংস্কৃতির নানামুখী সংযোগতন্ত্র বিস্তার করতে সক্ষম। আমরা কি করি, প্রকাশনার দায়িত্বে আমাদের নিবেদিত একদল কর্মী লেখকদের সাথে মিথষ্ক্রিয়া, তাদের সর্বোত্তম সহায়তা, পরামর্শ ও চাহিদা পূরণের ব্যাপারে নিরলস। গত্বাধার পরিবর্তে উদ্ভাবনীমূলক চিন্তা ও দৃষ্টিকে অনুপ্রেরণা যোগাতে এবং তার উপযুক্ত জায়গা করে দিতে তারা প্রস্তুত। দেশের পাশাপাশি বহির্বিশ্বে প্রতিনিয়ত সাহিত্যের পরিবর্তমান চরিত্র এবং প্রকাশনা জগতকে রূপান্তরশীল প্রযুক্তি অভিযোজনের ব্যাপারে তারা একনিষ্ঠ। প্রকাশনার পুরো প্রক্রিয়াটি সম্পাদনা থেকে প্রচ্ছদ, অলঙ্করণ নকশা থেকে বিক্রয় ও বিপণন কৌশল নির্ধারণ —তাদের সর্বোচ্চ শ্রম, মেধা ও সততার উপর নির্ভরশীল। লেখকের স্বাধীনতা, মননশীলতার চর্চাকে নির্বিঘ্ন রাখতে তারা যেমন মনোযোগি, তেমনই তৎপর মেধাসত্ত্ব সুরক্ষার ক্ষেত্রে সুক্ষ্ম কৌশল অনুসরণেও। লেখকদের কণ্ঠস্বরকে নিছক বইয়ের পৃষ্ঠা থেকে সমাজ, রাষ্ট্র এমনকি রাষ্ট্রীয় সীমানার বাইরে কিভাবে ছড়িয়ে দেয়া যায়, প্রতিনিয়ত তার ছক নির্ধারণে নিজেদের ব্যস্ত রাখেন এই কর্মীরা। আমাদের প্রতিশ্রুতি, সকল বয়স, মত ও পথের পাঠকের চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে প্রকাশনার শুরু থেকে দেশীয় স্বনামধন্য লেখকদের মৌলিক লেখার পাশাপাশি সমকালীন বিশ্ব সাহিত্যের জনপ্রিয় ও শীর্ষ বিক্রিত বইয়ের অনুবাদ প্রকাশ করে আসছে অন্যধারা। লেখক ও পাঠক নিয়ে অন্যধারা পরিবার মুদ্রণ জগতের পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিমন্ডলের এমন একজন কুশীলব হিসেবে ভূমিকা রাখতে সচেষ্ট, যার দায়বদ্ধতা কেবল চিন্তা, সৃজনশীলতা ও বৈচিত্রময় কণ্ঠকে স্থান করে দেয়ার মধ্যে সীমিত নয়, বরং জনহিতৈষী ও নেতৃত্ব উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা এবং দেশ ও বিদেশে মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা ও লেখনীর ক্ষমতাকে কেন্দ্র করে আবর্তিত আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশেও বিস্তৃত।

অন্যধারা এর বই সমূহ

Showing 53 to 104 of 294

View

Sort icon