আইডিয়া প্রকাশন

বাংলাদেশের শিল্প, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখে এমন উদ্দেশ্যে রচিত জ্ঞান সাধারণ মানুষের হাতে তুলে দিতে এবং একইসাথে উত্তরাঞ্চলের মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানউন্নয়নের লক্ষ্যে আইডিয়া প্রকাশন, রংপুর যাত্রা শুরু করে ২০১০ সালে। এছাড়াও আইডিয়া প্রকাশন লেখক-পাঠক সেতুবন্ধনে বদ্ধপরিকর। বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আইডিয়া প্রকাশন ইতোমধ্যে দেড়শতাধিক গ্রন্থ প্রকাশসহ উত্তরাঞ্চলের একমাত্র প্রকাশনা সংস্থা হিসেবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে। এছাড়াও আইডিয়া প্রকাশন’র একটি ‘সান্ধকালীন পাঠাগার’ রয়েছে। এখানে লেখক-পাঠক বই নিয়ে আড্ডা হয়। এই সৃজনশীল কর্মকা- অব্যাহত থাকবে।

আইডিয়া প্রকাশন এর বই সমূহ

Showing 1 to 18 of 18

View

Sort icon