কালান্তর প্রকাশনী

আমাদের শুরুটা হয় ২০১২ খ্রিষ্টাব্দের দিকে ‘কালান্তর' ম্যাগাজিন প্রকাশের মধ্য দিয়ে। বছরখানেক পর চলে আসি প্রকাশনা প্রতিষ্ঠানে। শুরুটা ছিল একটু ভিন্নধর্মী বই প্রকাশের মাধ্যমে। বিভিন্ন কবি-সাহিত্যিক আর ব্লগারের গদ্য-গল্প আর উপন্যাসের বই প্রকাশই ছিল আমাদের মূল টার্গেট। দুই বছরেই আমরা প্রায় ৬০টি বই প্রকাশ করি। তারপর নানাবিধ কারণে দুই বছর আমাদের কার্যক্রম বন্ধ থাকে। দুই বছরের বিরতির পর ২০১৭ খ্রিষ্টাব্দে আবারও সামনে আসি আমরা। ইচ্ছা ছিল উম্মাহর জন্য এমন কিছু কাজ করা, যা আমাদের চলে যাওয়ার পরও সাদাকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে; আর উপকৃত হবে বাংলাভাষী মানুষ। এই ইচ্ছা আর প্রেরণায় ফের ২০১৭ খ্রিষ্টাব্দ থেকেই নতুন করে আমাদের যাত্রা শুরু হয়। প্রথম শুরুটা যেহেতু উম্মাহর কল্যাণার্থে ছিল না, সে কারণে যাত্রার শুরুটা আমরা ১৭ খ্রিষ্টাব্দ থেকেই হিসাব করি।

কালান্তর প্রকাশনী এর বই সমূহ

Showing 1 to 52 of 90

View

Sort icon


Previous12Next