নাজনীন হক মিমি

নাজনীন হক মিমি

নাজনীন হক মিমি ছোটোবেলা থেকেই দেশের জন্য পরিবারের সদস্যদের আত্মত্যাগের কথা শুনে শুনে বেড়ে ওঠা। শাহীন স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স, মাস্টার্স ও এল.এল.বি শেষ করে পেশায় প্রবেশ। বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে ইন্টেরিয়র ডিজাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ ও কোর্স শেষ করে প্রায় দুই দশক এই পেশায় সফলভাবে কাজ করে যাচ্ছেন। দৈনিক ডেইলি স্টার পত্রিকায় গত ১৫ বছর ইন্টেরিয়র ডিজাইন বিষয়ে লেখালেখি। ইন্টেরিয়র ডিজাইনের ওপর লেখা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বই হোমস্ অব বাংলাদেশ প্রকাশিত হয় ২০০৯ সালে। ২০১৮ সালে প্রকাশিত হয় ট্রাভেল জার্নাল গ্রিমসেস্ অব এশিয়া। পেশাগত ব্যস্ততার ভিতরেও বারবার মনে হয়েছে, ঐতিহাসিক আগরতলা মামলা আর পরিবারের আত্মত্যাগের কথাগুলো। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়টি লিপিবদ্ধ করার অভিপ্রায়ে সাক্ষাৎকারভিত্তিক একটি গ্রন্থ রচনার প্রয়াস থেকে আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে ৬৯-এর রক্তঝরা দিনগুলোর সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে আরো একটি বই প্রকাশিত হয়েছে ৬৯-এর শহিদ সার্জেন্ট জহুরুল হক ও মুক্তিযুদ্ধ। করোনাকালীন সময়ে মানুষের মানবিক চেতনার বিভিন্নদিক ও সমাজের নানারকম দ্বান্দ্বিক পরিস্থিতি নিয়ে কবিতার এই বইটি চিত্রিত হয়েছে।

নাজনীন হক মিমি এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon