হালিমা আক্তার ঈশা

হালিমা আক্তার ঈশা

হালিমা আক্তার ইশা। ২৯-০৩-২০০১ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বড়হরা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতাঃ আব্দুর রশিদ দেওয়ান। তিনি একজন ব্যবসায়ী। মাতাঃ লায়লা বেগম। তিনি একজন গৃহিণী। তিনি স্থানীয় স্কুল নোয়াপাড়া ময়েজ উদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয় থেকে PSC (২০১২), JSC (২০১৫),SSC (২০১৮) সালে পাস করেন। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা, থেকে এইচ এস সি পাস করেন। বর্তমানে কালীগঞ্জ মহিলা কলেজে সমাজকর্ম বিভাগের অর্নাস ৩য় বর্ষের ছাত্রী। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। যৌথকাব্যঃ স্বাধীনতার বাঁশিওয়ালা (২০২০), অন্তর বৃত্তে স্বাধীনতা (২০২১), তুমি ছাড়া শূন্য লাগে (২০২২) প্রকাশিত হয়েছে। "মানবতার জয়গান" তার একক কাব্য গ্রন্থ যা (২০২১) প্রকাশিত হয়েছে। পুরস্কারঃ মানবতার জয়গান বইয়ের জন্য দুটি পুরষ্কার পান, বই প্রকাশের আত্মকথা সম্মাননা-২০২৩ পান ঢাকা সাহিত্য কেন্দ্র থেকে, জাতীয় লেখক ও শিল্পী সম্মননা-২০২৩। এছাড়াও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে পুরষ্কার পান। ডিজিটাল সাহিত্য আড্ডা (ডিসাআ) ২০২০, বিদ্যাপীঠ সাহিত্য পরিষদ সম্মাননা-২০২৩, শিকড় সাহিত্য পরিষদ সম্মাননা-২০২৩, পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মননা-২০২৩, নীলকাব্য সাহিত্য পরিষদ সম্মননা-২০২৩, নেত্রজল সাহিত্য পরিষদ সম্মননা- ২০২৩, নজরুল নিকেতন সম্মাননা- ২০২৩ সহ বেশ কিছু সম্মননায় ভূষিত হোন। তিনি অমৃত্যু লিখে যেতে চান।

হালিমা আক্তার ঈশা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon