প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার

প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার

প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার ১৯৫১ খ্রিস্টাব্দে সিরিয়ার হিমস শহরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই অনার্স, মাস্টার্স (ডাবল) ও ডক্টরেট ডিগ্রি সম্পন্ন হয়েছে৷ পেশাগত জীবনে তিনি অধ্যাপনা করেছেন সাউদি আরবের ইমাম মুহাম্মাদ বিন সুউদ ইসলামিক ইউনিভার্সিটি, কিং খালিদ ইউনিভার্সিটি ও আরব ওপেন ইউনিভার্সিটিতে। শিক্ষা, পড়াশোনা, ইসলামি চিন্তা ও গবেষণার ওপর ড. আব্দুল কারিম বাক্কার রচনা করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ৷ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন দীর্ঘ ২৬ বছর৷ এরপর তিনি পূর্ণ মনোযোগ দেন লেখালেখি ও নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে। লাভ করেছেন বহু আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ। টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামেও তার পদচারণা রয়েছে৷ বর্তমানে তিনি সাউদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন। ২০১৯ সালে সমকালীন প্রকাশন থেকে প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কারের ‘জীবন পথে সফল হতে বইটি প্রকাশিত হয়েছে।

প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার এর বই সমূহ

Showing 1 to 7 of 7

View

Sort icon