ফাল্গুনী তানিয়া

ফাল্গুনী তানিয়া

ফাল্গুনী তানিয়া মূলত একজন গবেষক। তাঁর জন্ম যশোর জেলার শার্শা থানার সীমান্তবর্তী গ্রাম ফুলসরে। তাঁর পিতা মো. নাসির উদ্দিন একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ড. ফাল্গুনী তানিয়া ‘বাংলাদেশের নারী-লেখকদের উপন্যাস : নারীচরিত্রের স্বরূপ' শিরোনামে পিএইচডি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় তিনি বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। প্রথম গ্রন্থ হিমু এবং আমরা হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র হিমুকে কেন্দ্র করে। দ্বিতীয় গ্রন্থ জীবনানন্দ দাশের মাল্যবান ও বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি: প্রধান নারীচরিত্রের নারীবাদী পর্যালোচনা। দেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর প্রবন্ধ। বিভিন্ন লিটল ম্যাগাজিন, ওয়েবজিন ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা বেশকিছু ছোটোগল্প। বাংলাদেশ বেতারের সঙ্গে তিনি যুক্ত আছেন নাট্যশিল্পী ও উপস্থাপক হিসেবে। এছাড়াও আবৃত্তির জন্য রাষ্ট্রীয় সম্মাননা রৌপ্য পদক শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে প্রাণের যোগ রয়েছে এই গ্রন্থকারের। পেয়েছেন।