
আদনান ফারুক হিল্লোল
পুরো নাম সৈয়দ আদনান ফারুক। জন্ম সিলেটের দরগাহ মহল্লায় নানার বাড়িতে।
বাবার চাকরির কারণে বেড়ে ওঠা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায়।
থিয়েটার কর্মী হিসাবে ১৯৯৫ সালে ‘দেশনাটক’-এ যোগদান। ২০০০ সালে বিপ্রতীপ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু। এরপর থেকে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে যাচ্ছেন।
২০১৫’এর অগাস্ট মাস থেকে ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানের সাথে যুক্ত হন।
৳ 0