আখতার উজ্জামান সুমন

আখতার উজ্জামান সুমন

আখতার উজ্জামান সুমন ১৯ ফেব্রুয়ারি ১৯৮৩ খ্রিস্টাব্দ রোজ শনিবার তিনি কড়রা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। লেখকের প্রাতিষ্ঠানিক নাম আখতার উজ্জামান চৌধুরী। বাবা ব্যাংক কর্মকর্তা ও মা গৃহিনী। চার ভাইয়ের মধ্যে সবার বড় অর্থাৎ মা-বাবার প্রথম সন্তান তিনি। বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে নিজ গ্রামের বাহিরে। বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন ১৯৯৮ সালে। ২০০০ সালে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এইচএসসি পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বনামধন্য কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যসহ ডিগ্রী অর্জন করেন। ইংরেজি সাহিত্যে পড়ালেখা করলেও বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগ শৈশব থেকেই। ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীনেই তিনি একই বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যয়নরত আরেক কলাপ্রেমীকে অর্ধাঙ্গিনী হিসাবে বরণ করেন। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন। তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজেও শিক্ষকতা করেন কিছুদিন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া, কুমিল্লা’-য় কর্মরত আছেন। শিক্ষিকা স্ত্রী ও দুই পুত্র-কন্যাসহ তাঁঁর সংসারস্বর্গ। সৃজনশীল কর্মকা- নিয়ে ব্যস্ত থাকাটাই তাঁর অধিক পছন্দ। নীল তাঁর প্রিয় রং। গোধূলি তাঁর প্রিয় সময়। খেলার দিক থেকে ক্রিকেট। অবসর সময়ে দেশি-বিদেশি চলচ্চিত্র দেখতে ও বই পড়তে তিনি খুব ভালোবাসেন। গিটার বাজানো তাঁর প্রিয় শখের একটি। জাতীয় দৈনিক এবং কুমিল্লা ও হবিগঞ্জ জেলার স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে তাঁর লেখা কবিতা ও প্রবন্ধ ছাপা হয়েছে। বহুবার তিনি নিজ কবিতা পাঠ (আবৃতি) করে সমাদৃত ও পুরস্কৃত হয়েছেন। "রাত জাগানিয়া" কাব্যগ্রন্থটি তাঁর প্রথম প্রকাশ ও প্রয়াস। তারপর ইতিহাস বিষয়ক গবেষণা ও প্রবন্ধ গ্রন্থ “একটি মানচিত্রের রক্ত” এবং কাব্যগ্রন্থ “হলদে পাখির নীড়” প্রকাশিত হয়। অবসরে দেশী-বিদেশী সিনামা দেখতে ও বই পড়তে তিনি খুব ভালবাসেন। গীটার বাজানো তাঁর প্রিয় শখের একটি।

আখতার উজ্জামান সুমন এর বই সমূহ

Showing 1 to 8 of 8

View

Sort icon