খসরুজ্জামান চৌধুরী

খসরুজ্জামান চৌধুরী

জন্ম সিলেটে। খসরুজ্জামান চৌধুরী অর্থনীতিতে পিএইচডি, সিরাকিউজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র; লোক প্রশাসন এমপিএ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়; যুক্তরাষ্ট্র; মাস্টার্স, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়; বিএ (অর্নাস), ঢাকা বিশ্ববিদ্যালয়; ১৯৬৭ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদান, ১৯৭১ সালে কিশোরগঞ্জ মহকুমা প্রশাসক এবং মুক্তিযুদ্ধে যোগদান; মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব; ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বৃহত্তর ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক। ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ১৯৮৮ থেকে ২০১৩ মেয়াদে ‍যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ফিন্যান্সের অধ্যাপক ছিলেন। বাংলা ও ইংরেজি ভাষায় লিখেছেন গবেষণামূলক জার্নাল, অর্থনীতির ওপর পাঠ্যপুস্তক, গল্প, কবিতা, ছড়া, কৌতুক ইত্যাদি বই; ২০২০ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ঐতিহাসিক বই ‘The Turbulent 1971: My Diary’।

          ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি লুজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য ২০১৪ সালে ড. খসরুজ্জামান চৌধুরীকে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়।

খসরুজ্জামান চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon