মাইনুল এইচ সিরাজী

মাইনুল এইচ সিরাজী

জন্ম ১৯৭৩ সালে নােয়াখালীর কোম্পানীগঞ্জে। লেখালেখির শুরু ৯০-এর দশকে। মানুষকে নিয়ে ভাবনা করতে তিনি ভালােবাসেন। ভাবুক মানুষ মৌচাকের মতো। ওদের দিকে ঢিল ছুড়লে খবর আছে। কথার মৌমাছি ভনভন করে আপনাকে ঘিরে ধরবে। মানুষের সঙ্গে মেশী তার স্বভাব, মানুষের ভেতরের গল্প জেনে নেওয়া তাঁর শখ। তার ভাঁড়ারে তাই অনেক গল্প। এই সব গল্প নিয়ে তিনি ভাবেন। বিচিত্র মানুষের বিচিত্র গল্প তাকে টোকা দেয়, তার মৌচাকে আঘাত লাগে। গল্পের মৌমাছিরা ভনভন করে বেরিয়ে আসে। পেশায় শিক্ষক মাইনুল এইচ সিরাজীর লেখার ভিন্ন একটা সুবাস আছে। কিংবা ভিন্ন একটা স্বাদ। সরল চিন্তা, সাবলীল ভাষা, রসবােধ—এই স্বাদ-সুবাসের সঙ্গে মজাদার মসলা হিসেবে যুক্ত হয়।

মাইনুল এইচ সিরাজী এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon