ড. আবদুল কাবিল খান

ড. আবদুল কাবিল খান

আবদুল কাবিল খান বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম উন্নয়ন নিয়ে গবেষণার কাজে যুক্ত আছেন। কাবিল খানের জন্ম ও বেড়ে ওঠা বরিশাল শহরে। গণমাধ্যমে তিনি পরিচিত জামিল খান নামে। বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে সাংবাদিকতায় স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৪ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত তিনি পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১৭ সালে তিনি দৈনিক প্রথম আলোর ডিজিটাল বিভাগে মোবাইল জার্নালিজম স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। প্রথম আলোর শতাধিক সাংবাদিককে হাতে-কলমে মোবাইল সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেন তিনি। কাবিল খানের লেখা 'Bangladesh: History & Development Tendency of Mainstream Media & New Media' প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালে মস্কো থেকে।

ড. আবদুল কাবিল খান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon