ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন)

ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন)

সত্যের আকাশে উদিত উজ্জল এক নক্ষত্রের নাম, ব্রাদার রাহুল হোসাইন (রুহুল আমীন)তার জন্মের পর থেকে ২০১২ সাল প্রযন্ত ইসলাম বিষয়ে তার কোন জ্ঞান ছিল না এমন কি তিনি ২০১২ সালের ৩রা জানুয়ারী প্রযন্ত নামাজ রোজা কিছুই পালন করেন নি। তিনি ২০১২ সাল ৩ জানুয়ারি প্রথম নামাজ পরেন ও ২০১৩ সাল থেকে ইসলামের বিধিবিধান নীতিমালা সম্পর্কে জানতে ও পড়তে শুরু করেন আর এই ভাবে তিনি ইসলাম ধর্ম থেকে শুরু করে নানা ধর্ম সম্পর্কে জ্ঞান ও গবেষনার কাজে লিপ্ত হন যার ফল এখন প্রযন্ত আল্লাহতালা উনাকে আজ দাওয়াতি কাজের মাধ্যমে কবুল করে নিয়েছেন। ব্রাদার রাহুল হোসাইন এ পর্যন্ত অসংখ্যে বাহাস (বিতর্ক) করেছেন অমুসলিম পন্ডিতদের সাথে। এবং ইসলাম যে একমাত্র আল্লাহর মননীত দ্বীন সেটা প্রমাণ করেছেন বারবার। কোন অমুসলিম পন্ডিত তার সামনে দাড়াতেই পারেনি।
নাস্তিকদের সাথেও তার একাধিকবার বিতর্ক হয়েছে। এবং তাদের উদ্ভট অভিযোগের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন।ব্রাদার রাহুল হোসাইন চ্যালেঞ্জ করেন, হিন্দু পন্ডিতদের, খৃষ্টান পন্ডিতদের, বৌদ্ধ পন্ডিতদের, নাস্তিকদের এবং ইসলামের নামে গজিয়ে উঠা ভ্রান্ত ফের্কার গুরু ঠাকুরদের।তাকে কেউ চ্যালেঞ্জ করলে তিনি তা গ্রহন করেন এবং তা থেকে তিনি পিছুপা হন না।

ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন) এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon