গাজী শেখ মুহাঃ আলাউদ্দীন

গাজী শেখ মুহাঃ আলাউদ্দীন

গাজী শেখ মুহাঃ আলাউদ্দীন ১৯৪৫ সালে সিরাজগঞ্জ জেলার সদর থানার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা কাজী ঈসমাইল হোসেন তাড়াশ থানার সরকারি ম্যারেজ রেজিস্টার ছিলেন। মা মোছাঃ ছালেহা বেগম গৃহিণী। সিরাজগঞ্জ সদরের ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিরাজগঞ্জ বি.এ কলেজে ভর্তি হন। লেখাপড়া চলাকালীন পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসক ও শোষকের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে শরিক হন। সিরাজগঞ্জ কলেজ থেকে বিএ পাস করে উচ্চতর ডিগ্রির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রাজশাহী হতে সিরাজগঞ্জ ফিরে আসেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতের দেরাদুন গমন করেন উচ্চতর প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার এবং তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ হানাদারমুক্ত হলে পুনরায় রাজশাহী ফিরে যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ হতে এমএ সম্পন্ন করেন ১৯৮৫ সালে সরকার উপজেলা নির্বাচন ঘোষণা করলে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ব্যবধানে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পারিবারিক জীবনে চার পুত্র ও এক কন্যাসন্তানের জনক। বর্তমানে তিনি সিরাজগঞ্জে নিজ বাড়িতে বসবাস করছেন।

গাজী শেখ মুহাঃ আলাউদ্দীন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon