মোহাম্মদ আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান জন্ম ১৯৩৫ সালের ২ এপ্রিল তৎকালীন ফরিদপুর জেলার পাংশা থানার অন্তর্গত চরপাতুরিয়া গ্রামে। পিতা মরহুম মওলানা মোহম্মদ আবদুল খালেক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষক। মাতা অলংকারপুর গ্রামের মোল্লা বাড়ির কন্যা মরহুমা সৈয়েদুন নেসা বেগম ছিলেন গৃহিণী। মোহম্মদ আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন। তিনি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং ১৯৯৮ সালে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার পদ থেকে অবসর গ্রহণ করেন। সরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি আজীবন সাহিত্য সাধনায় নিয়োজিত ছিলেন। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই তাঁর কবিতা ও প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হতো। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। সনেট লিখে বিশেষ খ্যাতি অর্জন করলেও তাঁর ছড়া ও শিশুতোষ কবিতার সংখ্যাও উল্লেখযোগ্য। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থগুলোর মধ্যে সনেট ও অন্যান্য কবিতা, প্রদোষ তীর্থে রঙধনু, একগুচ্ছ সনেট, সনেট পংক্তিমালা সমধিক পরিচিত। এতদ্ব্যতীত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত ২০টি যৌথ কাব্যগ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ আবদুল মান্নান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon