ফারহানা জাহান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইঞ্জিনিয়ার নামের পদবি ধারণ করলেও বহন করতে পারেননি। কৈশোরের এক দুপুরে জহির রায়হানের 'শেষ বিকেলের মেয়ে' থেকে যে জিনিসটির প্রতি আকর্ষণ জন্মে গেল, তার সন্ধান লেখিকা কোনো যন্ত্রে খুঁজে পাননি। ছোটগল্প দিয়ে লেখালিখির জগতে প্রবেশ হলেও বর্তমানে তিনি মৌলিক সাহিত্যের বিস্তৃত আকাশে নিজেকে আবিষ্কার করতে চান। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ভাষাজ্ঞানের পরিস্ফুটন দেখাতে পাঠকের কাছে নিজেকে অর্পণ করেছেন অনুবাদকরুপে। এছাড়াও বাংলা ভাষার সুন্দর শব্দগুলোর বিলুপ্তি ঠেকানো তার অন্যতম উদ্দেশ্য। 'কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম' তার প্রথম অনুবাদ।
৳ 0