
কামাল উদ্দীন আহমেদ জন্ম ১৯৬৮ সালে কুষ্টিয়া জেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর গ্রামে। লেখাপড়া বুয়েটে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডিজিএম হিসেবে কর্মরত এবং বাংলাদেশ গণিত সমিতি কর্তৃক প্রকাশিত গণিত জার্নাল 'গণিত পরিক্রমা'-এর এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসেবে যুক্ত। অবসর সময়ে গণিত চর্চা ও বাংলা টটোগ্রাম নিয়ে লেখালেখি করেন। মূলত ভিন্নধর্মী ও সৃষ্টিশীল কিছু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। প্রকাশিত গণিত বই: উচ্চ মাধ্যমিক গণিতের Theorem সম্ভার । প্রকাশের পথে: কৌতুক কবিতা, উচ্চতর জ্যামিতি। পছন্দ করেন ইসলামি সংগীত পরিবেশন, ইসলামি সংগীত লেখা ও তাতে সুর দেওয়া এবং মনোগ্রাহী কবিতা লিখতে।
৳ 0