রেজাউল করিম রুমী

রেজাউল করিম রুমী

লেখক পরিচিতি রেজাউল করিম রুমী জন্ম ১৯৬১, দক্ষিণ বাংলার বরগুনা জেলার বেতাগী উপজেলায়। খরস্রোতা বিষখালী নদীর অববাহিকায় শিশুকাল ও কৈশোরের বেড়ে ওঠা। পেশাগতভাবে তিনি একজন 'ভেটেরিনারিয়ান'। ১৯৭৮ শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন তখনকার দিনে কৃষি শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। গ্রাজুয়েশন করেন 'ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন' এ। মাস্টার্স করেন একই বিশ্ববিদ্যালয়ের 'ভেটেরিনারি মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ' বিষয় নিয়ে। তিনি ১৯৯৯ সালে থাইল্যান্ড এবং ২০১২ সালে মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ভ্রমণ এবং সৃষ্টিকে জানায় লেখকের রয়েছে তীব্র আসক্তি। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি পরখ করতে ভালোবাসেন নতুনকে, সৃষ্টির বিচিত্র ক্যানভাসের অন্তরালের মাধুর্যকে। ইতোমধ্যে লেখকের প্রথম কাব্যগ্রন্থ ' গবাক্ষে শুকসারী ' এবং প্রথম ভ্রমন কাহিনী ' দিল্লিতে কবিরাজি ও মানালি উপাখ‍্যান' প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশনা থেকে। এছাড়া দ্বিতীয় কাব্যগ্রন্থ ' গোধুলি আলোয় আগন্তক' প্রকাশের পথে। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। স্ত্রী ফেরদৌসী বেগম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বাবা মৃত ফজলুল করিম খান এবং মা মৃত কামরুন্নেসা খানম। বর্তমানে বসবাস বরিশাল শহরে।

রেজাউল করিম রুমী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon