আব্দুল হাফিজ

আব্দুল হাফিজ

প্রচারবিমুখ লেখক মো. আব্দুল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ 'দ্রোহের প্রেম। প্রকাশের অনিচ্ছা সত্ত্বেও বড়ো কন্যা ও পুত্রের অনুরোধে বইটি আলোর মুখ দেখেছে। সর্বশেষ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে। পাঁচ ভাই ও দুবোনের সর্বকনিষ্ঠ মো. আব্দুল হাফিজের জন্ম চাঁপাই নবাবগঞ্জের নামোশংকরবাটি গ্রামের কাটাবাগানে। কৈশোর কেটেছে এ গ্রামের কাদাজল-মাটিতে। চাকরিসূত্রে বহুদূরে থাকলেও মন পড়ে থাকে সেখানকার প্রাকৃতিক পরিমণ্ডলে। যৌবনে স্থানীয় সাহিত্য পত্রিকায় তাঁর দুএকটা কবিতা ছাপা হয়। ড. অনুপ দত্ত সম্পাদিত লতিফা কলসে ২০১৭ ও ২০১৮ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে তাঁর ৬+৬ = ১২ টি কবিতা (মুক্তছন্দে)। ভারতীয় উদার আকাশে ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৭ ও ১৪৩০ সংখ্যায় পর্যায়ক্রমে দুটি ও চারটি কবিতা প্রকাশিত হয়েছে। এখানে তিনি নিয়মিত লেখেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণায় কবিতার সাথে ঘর বাঁধা। তিন সন্তানের জনক তিনি। প্রথম সন্তান কন্যা হান্না, পুত্রসন্তান রাশীক তাওসিফ ও ছোট কন্যা ফাতিহা আয়াত। অন্তর্মুখী এই লেখকের জন্ম ১৯৭৪ সালের ১০ নভেম্বর।

আব্দুল হাফিজ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon