পাভেল মোহাম্মদ

পাভেল মোহাম্মদ

পাভেল মোহাম্মদ, পিতা- মো: সেলিম মিয়া, মাতা- জোসনা বেগম। ১৯৯৩ সালের ১৬ই সেপ্টেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের হযরতপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুতে তিনি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এস.এস.সি, এইচ.এস.সি এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিএসই বিভাগে বিএসসি সম্পন্ন করেছেন। ২০১৪ সালে তিনি কুমিল্লায় একটি গণিত ও বিজ্ঞান ক্লাব চালু করেছেন যেটি "কুমিল্লা ম্যাথ এন্ড সায়েন্স ফোরাম" নামে পরিচিত; যা ২০২২ সালে সেরা গণিত ক্লাবের পুরষ্কার প্রাপ্ত। এছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড একাডেমিক দলের সদস্য। গণিত এবং বিজ্ঞানের কার্যকরী সব ভিডিও নিয়ে তার ইউটিউব চ্যানেল "Learn with Pavel" তার ভালো লাগে দাবা খেলতে, সুডোকু মিলাতে এবং পাজেল সমাধান করতে। তিনি স্বপ্ন দেখেন একটি সুন্দর আগামীর যখন এদেশের শিক্ষার্থীরা আনন্দের সাথে গণিত শিখবে এবং চিন্তাশীল হবে। আর এই গণিতের আনন্দ সারাদেশে ছড়িয়ে দিতে তিনি কাজ করে যাচ্ছেন।

পাভেল মোহাম্মদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon