জাহিদুর রহিম

জাহিদুর রহিম

জন্ম ১৯৮৬ ঈসায়ী সালের ১৭ই ডিসেম্বর, ১২ই রবিউল আউয়াল, মাতুলালয়ে। পাঞ্জাবের পাঠানকোটের উত্তরের গুরুদাসপুরের ‘প্রভু ঠাকুর পণ্ডিত’ পিতৃবংশের গোড়ার ইতিহাস, গঙ্গা-যমুনার চিরায়ত কালচার, আর্যদের আসার কালেই তারা এসেছিলেন। আর মাতুলালয়ের বংশের প্রায় এগারোশত বছরের ইতিহাস আছে। বাংলার ইতিহাস চারশত বছরের বেশি কিছু কাল (১৬০৩ ঈসায়ী সাল)। মাস্টারি থেকে উন্নয়নের কান্ডারি এনজিওদের দেশীয় পরামর্শক, উপদেষ্টা ইত্যাদি হিসেবে জনস্বাস্থ্য ও উন্নয়নের নানান কর্মসূচিতে কাজ করেন। জনস্বাস্থ্য ও উন্নয়নের একটি ছোটো গবেষণা প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা, ফ্রিল্যান্স সাংবাদিক এবং একাধিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে জড়িত। শিক্ষকতা, গবেষণা ও বই লেখা তার কাজ। নন-ফিকশন বা অনুবাদ বইয়ের চেয়ে সাইন্টিফিক গবেষণাপত্র প্রকাশ পাওয়া তাকে কম আনন্দ দেয় না। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতিসহ প্রায় সব বিষয় তার ভালো লাগে। রাতের সাগর আর বরফভরা পাহাড়চুড়ো, ঘুমভাঙা রাতের বিমূর্ত কিরণ — সব তার ভালো লাগে।
প্রকাশিত বই
কথারা আমার মন (প্রবন্ধ, বেঙ্গল পাবলিকেশন্স), ক্ষণকালের আভাস হতে (প্রবন্ধ, বাঙালা গবেষণা), দ্য প্রফেট (অনুবাদ, বুকিশ পাবলিকেশন্স), হেমলক সন্ধ্যার গান (কবিতা, বুকিশ পাবলিকেশন্স)

জাহিদুর রহিম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon