
লেখকের নাম আলভি আল যায়েদ। জন্ম ২০০৪ সালের ২৫ নভেম্বর বরিশাল বিভাগে । বাবা-মা উভয়েই সরকারি চাকরিজীবী।বাবা কামাল উদ্দিন তালুকদার একটি সরকারি হাইস্কুলের বি.এস.সি শিক্ষক এবং লেখকের মা একটি সরকারি কলেজের লাইব্রেরীয়ান । মূলত মায়ের হাত ধরেই লেখকের লেখালেখিতে হাতে খড়ি। ছোটবেলা থেকেই লেখক প্রচুর বই পড়তে এবং মুভি দেখতে ভালোবাসে। লেখালেখির ক্ষেত্রে লেখক মূলত রোমান্টিক, ডিটেকটিভ ,সাইকোপ্যাথ ও থ্রিলার গল্প লিখতে পছন্দ করেন।
লেখক বর্তমানে দেশের এক স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশুনা করছেন। পাশাপাশি ইউটিউবে তার "Alvee Al Jayed" নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে।
৳ 0