তাজরিয়ান আলম আয়াজ

তাজরিয়ান আলম আয়াজ

আমার নামের তিনটে শব্দ এসেছে তিনটে ভিন্ন ভাষা থেকে- আরবি, ফার্সি আর তুর্কি। মধ্যরাতের স্তব্ধতা চিরে মাঝেমধ্যে এক চিলতে প্রশান্তির বাতাস বয়ে যায় না? তুর্কি ভাষায় ওটাকেই আয়াজ বলে। আমার মা ভীষণ যত্ন নিয়ে এই শব্দগুলো খুঁজে এনেছিলেন। নামের বরকতেই কিনা জানি না- আমার সাথে এক সন্ধ্যা গল্প করলে আপনার মনের গুমোট আবহাওয়া হালকা হয়ে যাবে, সেই সম্ভাবনা প্রবল। আমি ঢাকার ছেলে। এখানেই জন্মেছি, বড় হয়েছি, ঘুরে বেড়িয়েছি কল্পনার অলিগলি। নটর ডেম কলেজ থেকে এইচএসসি দিয়েছিলাম, এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে। পড়াশোনার চেয়ে ফাঁকিবাজিটাই অবশ্য বেশি হয়; চায়ের কাপে চামচের টুংটাং তালে জমে ওঠে রকমারি আড্ডা। বর্ষাদ্রোহকাল আমার প্রথম বই। কোনো এক মন-কেমনের বিকেলে ধোঁয়া ওঠা কফির মগ হাতে এই বইটা পড়তে শুরু করলে আপনার মন ভালো (কিংবা আরো বেশি খারাপ) হয়ে উঠবে- এই আশাতেই বুক বেঁধে আছি।

তাজরিয়ান আলম আয়াজ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon