- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
ড. মাহফুজুর রহমান আখন্দ

ড. মাহফুজুর রহমান আখন্দ ১৯৭২ সালের ২৮ ডিসেম্বর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুজাফফর রহমান আখন্দ এবং মাতার নাম মরজিনা বেগম। প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় বনরপাড়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি দীর্ঘদিন সোনাতলা, সারিয়াকান্দি ও বগুড়া শহরে পড়াশোনা করেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএ (অনার্স) (১৯৯৩), এমএ (১৯৯৪) এবং এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে একই বিষয়ে তিনি এমফিল (২০০০) এবং পিএইচডি ডিগ্রি (২০০৫) অর্জন করেন। তিনি সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সংগঠক হিসেবেও কাজ করেছেন। আরাকান ও রোহিঙ্গা বিষয়ক তাঁর বিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন গবেষণাধর্মী জার্নালে প্রকাশিত হয়েছে। ড. আখন্দ একজন কবি, শিশুতোষ গল্পকার, সাহিত্য সমালোচক ও গীতিকার। তাঁর রচিত দশটি গ্রন্থ এবং সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক ২০০-রও বেশি জনপ্রিয় প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, সাহিত্যপত্র, সামাজিক-সাংস্কৃতিক ও জাতীয় সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তিনি বহু সেমিনার ও কর্মশালায় অতিথি বক্তা ও প্রবন্ধ উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। তাঁর লেখা বহু স্মরণীয় গানও রয়েছে। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। কবি মতিউর রহমান মাল্লিকের ঘনিষ্ঠ সান্নিধ্যে বেড়ে ওঠা ড. মাহফুজুর রহমান আখন্দ সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে নিজেকে একজন খ্যাতিমান লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ড. মাহফুজুর রহমান আখন্দ এর বই সমূহ
Showing 1 to 1 of 1