মজিবর রহমান

মজিবর রহমান

মজিবর রহমানের জন্ম ১৯৫৬ সালে ময়মনসিংহের প্রত্যন্ত এক গ্রামে। শৈশব, কৈশাের ও যৌবনের দীর্ঘসময় কেটেছে ময়মনসিংহ শহরে। কিছুদিন নেত্রকোণায় ব্যাংকিংকে পেশা হিসেবে বেছে নেয়ার পর বেশিরভাগ সময়ে জীবনযাপন ঢাকায়। সিলেটের আনন্দঘন জীবন কিছুদিনের। স্কুল ম্যাগাজিনে লেখালেখির সূত্রপাত হলেও বিস্তৃত পরিসরে শুরু নব্বইয়ের দশকের সূচনালগ্ন হতে। জাতীয় বিভিন্ন দৈনিকে নিয়মিত লিখেছেন। সম্পাদনা ও প্রকাশনার সার্বিক দায়িত্ব পালন করেছেন অনিয়মিত সাহিত্য পত্রিকা বৈভব-এর। দুই যুগের অধিক সময় জুড়ে লেখালেখির সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও এযাবত প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র ৩টি। মুক্তিযুদ্ধ জনযুদ্ধ ও রাজনীতি, নির্মলেন্দু গুণ : উজান তরীর মাঝি এবং বাংলা বাঙালি বাংলাদেশ। অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর এই লেখক সােনালী ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০১৫ সালে চাকুরিজীবন হতে অবসর গ্রহণ করেন।

মজিবর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon