ইকবাল খন্দকার

ইকবাল খন্দকার

ইকবাল খন্দকার সৃজনশীলতার জগতে ইকবাল খন্দকারের বিচরণ বৈচিত্র্যময়– উপস্থাপনা, টিভি প্রোগ্রামের পান্ডুলিপি, নাটক, গান লেখার পাশাশাশি চালিয়ে যাচ্ছেন মূলধারার লেখালেখি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৬টি। ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবো, নরসিংদী। পিতা : মোঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যোগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স। প্ৰকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযোগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আড্ডা (একুশে টিভি), সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছোট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।

ইকবাল খন্দকার এর বই সমূহ

Showing 1 to 13 of 13

View

Sort icon