
কণ্ঠশিল্পী কনকচাপা। রুমানা মোর্শেদ কনকচাঁপা। ঢাকায় জন্মগ্রহণ করলেও দাদাবাড়ি সিরাজগঞ্জ। কিন্তু যমুনার ভাঙ্গনে সে ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হওয়াতে এই নদীর উপর তার বড়ই অভিমান। বাবা সঙ্গীতানুরাগী চিত্রকর জনাব আজিজুল হক মোর্শেদ। বাংলাভাষার গভীর অরণ্যে হাঁটাহাটির শুরু মা মোমেনা জহানের হাত ধরে। কনকচাঁপার জীবন সঙ্গীতসর্বস্ব। কিন্তু মন পড়ে থাকে লেখালেখি-ছবি আঁকা-বাগান করায়। শুধু কাগজ কলমকে ভালোবাসার প্রবলতায় ছোটবেলায় ডায়েরী, কবিতা, স্মৃতিকথা লেখার পাশাপাশি বন্ধুদের পড়াও নোট করে দিতেন। সঙ্গীতে জাতীয় পুরস্কারসহ সব শাখায় একাধিক বার পুরস্কার পেলেও আপামর মানুষের ভালোবাসাকেই সর্বোচ্চ পুরস্কার বলে মনে করেন। নিজেকে কণ্ঠশিল্পী নয় বরং একজন কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতেই তাঁর স্বাচ্ছন্দ্য। ব্যক্তি জীবনে বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক জনাব মইনুল ইসলাম খান এর সহধর্মিনী। ফয়জুল ইসলাম খান মাশুক ও ফারিয়া ইসলাম খান এর গর্বিত জননী। কন্যার বিবাহসূত্রে আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহরিয়া’র জননীও বটে। গান, লেখা, বাগান করা, ছবি আঁকা, সেলাই করা, প্রার্থনা করা এসব নিয়েই কেটে যায় তার একেকটি দিন।
৳ 0