মাহমুদ নাসির জাহাঙ্গীরি

মাহমুদ নাসির জাহাঙ্গীরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সমালোচনা, ছোটগল্প, কবিতা-এই তিনটি শাখায় কাজ করে বিভিন্ন পুরস্কার লাভ করেন মাহমুদ নাসির জাহাঙ্গীরি। এটি ছিল এমন এক অগ্নিগর্ভ সময়-যখন জাহাঙ্গীরনগর সাহিত্যের তীর্থস্থানে পরিণত হয়। কবি মোহাম্মদ রফিক খোলা কবিতা লিখে দেশের শীর্ষ কবি হয়ে ওঠেন এবং সেলিম আল দীন তৃতীয় ধারার নাটকের সন্ধানে শুরু করেন গ্রাম থিয়েটার আন্দোলন। ১৯৭৯ সাল থেকে ঢাকা থিয়েটার দেশজ নাট্যবিষয় ও জাতীয় আঙ্গিক অন্বেষণের জন্য বেছে নেয় মেলাকে। ১৯৮৪ সালের পর সদ্যপ্রতিষ্ঠিত উপজেলা পর্যায়ের কলেজগুলোতে যোগ দিয়ে এবং ১৯৮৮ সালের পর গ্রামীণ ব্যাংকের তৃণমূল শাখার সহযোগিতা নিয়ে জাহাঙ্গীরি শুরু করেন দেশজ ঐতিহ্য অন্বেষণের কাজ। গজারিয়া কলিমউল্লাহ কলেজে যোগদান করে প্রথম রচনা ও মঞ্চস্থ করেন চর কাসুন্দি এবং আজমিরীগঞ্জ রফিক আহম্মদ কলেজে যোগদান করে জয়কলস নাটক। তারই ধারাবাহিকতায় রচনা করেন আঞ্চলিক উপন্যাস: কাহাত কহর সাল (ঢাকা, ঐতিহ্য, ২০০২) এবং আঞ্চলিক গল্প: তিমিরাভিসার ও রক্তকলস (ঢাকা, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স, ২০০৬)। তাছাড়া প্রকাশিত হয়েছে: গবেষণা: বাংলাদেশের কবিতা উত্তরাধিকার ও স্বরূপ (১৯৫২-১৯৭১), (ঢাকা, ঐতিহ্য, ২০০৪) সমালোচনা: কবি জীবনানন্দ দাশ: আদ্যন্ত সম্প্রসারণশীল চেতনা, (ঢাকা, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স, ২০০৫) কাব্য : নদী মাতা যার (ঢাকা, ঐ, ২০০৭) কাব্য: তুরাগ নদীর কাব্য (ঢাকা, নহলী, ২০০৯) কাব্য: আসমুদ্রহিমাচল (ঢাকা, কবিতাবাংলা, ২০১৪).

মাহমুদ নাসির জাহাঙ্গীরি এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon